
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছে ৮ম শ্রেণীর এক ছাত্রী। তার মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের বাড়িতে জনতার ঢল।
জানা গেছে,উপজেলার রমনা টোলোর মোড় এলাকার আমজাদ আলীর নাতনী জামিয়া আক্তার(১৩) নানা বাড়িতে থেকে পড়াশুনা করতো। জামিয়া চিলমারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। তার বাবার বাড়ি উলিপুর উপজেলার তবকপুর এলাকায় বাবার নাম জোবাইদুল ইসলাম। পারিবারিক সূত্রে জানা গেছে,শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে জামিয়া। হঠাৎ গভীর রাতে শব্দ শুনে জামিয়ার নানী জানালা দিয়ে ঝুলন্ত মানুষ দেখে ভূত-ভূত করে চিৎকার করতে থাকে। এসময় আশ পাশের লোকজন ঘরে প্রবেশ করে জামিয়াকে ঘরের ধরনায় ওড়না পেচিয়ে ঝুলে থাকতে দেখে।
পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে জামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘরে থাকা মোবাইল ও একটি ডাইরি আলামত হিসেবে জব্দ করেছে বলে জানান নিহতের পরিবারের লোকজন।
এলাকাবাসী জানান,জামিয়া খুব ভদ্র মেয়ে ছিল কিন্তু কেন সে আত্মহত্যা করলো এটা ভাবতে পারছিনা। ঘটনার তদন্ত পূর্বক বিচারের দাবিসহ সত্যিটা জানতে চান তারা। চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।