
তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধিঃ
জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
রাজশাহী থেকে জয়পুরহাটে একটি সম্মেলনে যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের বাইপাস মোড়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজন এক পথসভায় একথা বলেন।
তিনি বলেন, মানুষের সমর্থনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সমুন্নত ও টিকিয়ে রাখতে চাই। কিন্তু একটি বিরোধী সাম্প্রদায়িক ও অপশক্তি এদেশের মানুষকে উসকে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আইন-শৃঙ্খলা বিঘ্নিত করে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়া বানাতে চায়। অপশক্তি যখনই সুযোগ পাবে তখনই আঘাত হানবে দেশের অস্তিত্বের উপর। তাই আমাদেরকে আত্মতৃপ্তিতে থাকার কোন সুযোগ নেই। এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে ও বঙ্গবন্ধুর আদর্শে কাজ করতে হবে।
এসময় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নওগাঁ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।