শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
Home / সারা দেশ / কাউনিয়ায় ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কাউনিয়ায় ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধি,রংপুর থেকেঃ
কাউনিয়ায় আমন ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (২৮) নামে এক কৃষক মারা গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে আমন ধান ক্ষেত থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
পারিবারিক সূত্রে জানাগেছে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে বাড়ি থেকে ধান ক্ষেতে পোকা দমনে কীটনাশক স্প্রে করতে বের হন রাজীব গ্রামের আব্দুল মালেকের পুত্র কৃষক
ইসমাইল হোসেন। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল এমনকি সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি ওই কৃষক। পরিবারের লোকজন তাকে খোঁজতেও বের হন। এরই মধ্যে সন্ধ্যায় ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক মহিলা ধান ক্ষেতে ওই কৃষকের লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন গিয়ে কৃষক ইসমাইল হোসেনের লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। বিদ্যুতের খুঁটি থেকে পাশে মৎস্য খামারে সংযোগ দেয়া বিদ্যুতের তার ধান ক্ষেতের উপর ঝুলে ছিল, অসাবধানতা বশতঃ সে তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন মারা গেছে । তার ডান হাতের কিছু অংশ পুড়েও গেছে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন টেপামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম।
কাউনিয়া থানার ইন্সপেক্টর ওসি( তদন্ত) সেলিমুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার পর তারা এ ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

About admin

Check Also

কাউনিয়ায় খাদিজাতুল কুবরা(রা:)মহিলা মাদ্রাসায় ইফতার মাহফিল

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া: পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান …

কাউনিয়া কে স্মার্ট উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মুকুলের

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর)থেকে কাউনিয়া উপজেলা কে একটি আদর্শ জনকল্যাণমূলক স্মার্ট উপজেলা হিসেবে গড়ে …

চিলমারীতে সংবাদ সম্মেলন

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নিজ ছেলে ও স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে আছমা বেগম(৪৯) নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *