বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
Home / সারা দেশ / ভূরুঙ্গামারীতে ৭ ইউপির নির্বাচনে লাঙ্গল ৩,নৌকা ২ স্বতন্ত্র ১ হাতপা পাখা ১

ভূরুঙ্গামারীতে ৭ ইউপির নির্বাচনে লাঙ্গল ৩,নৌকা ২ স্বতন্ত্র ১ হাতপা পাখা ১

মোখলেছুর রহমান,ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৭ ইউনিয়নে ২য় ধাপের নির্বাচনে লাঙ্গল মার্কা ৩ নৌকা ২ স্বতন্ত্র ১ ও হাতপাখার প্রার্থী বিজয়ী হয়েছেন। বেসরকারি ভাবে যারা নির্বাচিত হলেন চর ভূরুঙ্গামারী ইউনিয়নে বিজয়ী ইসলামী আন্দোলনের হাতপাখা (২১৮৫ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপা প্রার্থী লাঙ্গল মার্কা জাহাঙ্গীর আলম (২১২৭ ভোট) তিলাই ইউনিয়নে বিজয়ী আওয়ামীলীগ প্রার্থী কামরুজ্জামান কামরুল নৌকা মার্কায় ( ৫৩৬৩ ভোট) ,নিকটতম প্রতিদ্বন্দ্বিঃবিএনপির স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মাকা একেএম ফরিদুল হক শাহিন শিকদার (৩১৫৪ ভোট।
বঙ্গসোনাহাট ইউনিয়নে বিজয়ী আওয়ামীলীগ প্রার্থী মাইনুল ইসলাম লিটন নৌকা মার্কা (৬৬৭৪ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপা প্রার্থী শাহজাহান আলী মোল্লা লাঙ্গল মার্কা ( ৪২২৫ ভোট)আন্ধারিঝাড় ইউনিয়নে বিজয়ী জাপা প্রার্থী জাবেদ আলী মন্ডল লাঙ্গল মার্কা (৫৬৫৩) নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের ফজলুল হক মন্ডল নৌকা মার্কা (৩৭৬৭ ভোট) জয়মনিরহাট ইউনিয়নের বিজয়ী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ মটর সাইকেল মার্কা (২৮২৮ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা গোলাম রব্বানী তালুকদার বাদল (২৫৭১ ভোট) বলদিয়া ইউনিয়নে বিজয়ী মোজাম্মেল হক বেপারী লাঙ্গল মার্কা (৬৪৩৪ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান আনারস মার্কা (৫৭৬৫ ভোট) পাইকের ছড়া ইউনিয়নে বিজয়ী জাপা প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার লাঙ্গল মার্কা (৬৭৫২ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক হোসেন নৌকা মার্কা (৬১৫২ ভোট)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন কোথাও কোন নির্বাচনী সহিংসতা হয়নি। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের চাহিদার প্রতিফলন ঘটেছে।

About admin

Check Also

চিলমারীতে দীর্ঘদিন ধরে বেতন-ভাতার ইউনিয়ন পরিষদ অংশ পাচ্ছেন না গ্রামপুলিশরা

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কড়িগ্রামের চিলমারীতে প্রামপুলিশদের (দফাদার ও মহল্লাদার) বেতন-ভাতার ইউনিয়ন পরিষদের অংশ দীর্ঘদিন ধরে না পাওয়ার …

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে সামনে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ যাত্রী নিহত এবং আরও …

কুড়িগ্রামের চিলমারীতে শহীদি মার্চ পালন

এস, এম হামিম সরকার নিরব, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কুড়িগ্রামের চিলমারীতে শহীদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *