মঙ্গলবার , মার্চ ১৯ ২০২৪
Home / জাতীয় / আওয়ামীলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী-বানিজ্য মন্ত্রী; টিপু মুন্সী

আওয়ামীলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী-বানিজ্য মন্ত্রী; টিপু মুন্সী

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সে বিষয়ে আওয়ামী লীগ সরকার আন্তরিক। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি,প্রধান মন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে আমি কারো পক্ষে ভোট চাইব না, আপনারা নৌকার দিকে খেয়াল রাখবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি গত রবিবার দুপুরে কাউনিয়া উপজেলার গোপালগঞ্জ কেন্দ্রীয় দূর্গা মন্দিরে দূর্গা পূজা ও কালি পূজা পরবর্তী পূর্ণমিলনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোপালগঞ্জ কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি পরেশ চন্দ্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোরুল ইসলাম মায়া,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম,জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কোম্পানি কমান্ডার আব্দুল হাকিম সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বক্তব্য রাখেন বিপ্লব গোস্বামী, জগদীশ সিংহ,প্রকাশ চন্দ্র প্রমূখ। মন্ত্রী বলেন আমি আজ বেশি বক্তব্য দিতে আসি নাই, আমি এসেছি নতুন কিছু রাস্তা পাকা করা যায় কিনা সে সব রাস্তা পরিদর্শন করতে। এর আগে মন্ত্রী হারাগাছ ইউনিয়নে মরা তিস্তা নদীর উপর নির্মিত একতা সেতু, শহীবাগ ইউনিয়নের সাব্দী দারুসচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন ও টেপামধুপুর ইউনিয়নে নির্মাণাধীন সুপার মার্কেট পরিদর্শন করেন।

About admin

Check Also

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থরক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে: বিএমএসএফ

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক …

ঢাকায় ফিরলেন পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো থেকে ঢাকায় ফিরেছেন। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকায় …

পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

দ্বিতীয়বারের মতো পেছানো হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *