তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধিঃ
১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে নওগাঁয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরনায় সেখানে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম সামদানি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ প্রমুখ।