স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক যুগের খবর পত্রিকার নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সাপ্তাহিক যুগের খবর পত্রিকার নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা, সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আমিন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, নির্বাহী সম্পাদক নাজমুল হুদা পারভেজ, চ্যানেল ৬৯ এর চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সাঈদ হোসেন আনছারী, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, কবি মোঃ হাসান-উজ-জামান পলাশ প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং যুগের খবর পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সুমন ফাউন্ডেশন এর পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী ৫ শিক্ষার্থীর হাতে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।