স্টাফ রিপোর্টারঃ
৬৯ টিভির প্রধান বার্তা সম্পাদক, যুগান্তর প্রতিনিধি, প্রেসক্লাব চিলমারী সভাপতি ও গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মাহবুবের পিতা- আলহাজ্ব ফজলার রহমান মাস্টার বার্ধক্যজনিত কারণে সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ১১ টায় মধ্য উমানন্দ নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে ।
আলহাজ্ব ফজলার রহমান মাস্টারের মৃত্যুতে ৬৯ টিভির প্রধান উপদেষ্টা, পাঁচ পাঁচবারের চিলমারী উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, ৬৯ টিভির চেয়ারম্যান আলমগীর হোসাইন সহ চিলমারীর সকল সাংবাদিক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।