বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকে ১৭ তলার একটি ভবনের ১৪ তলায় লাগা আগুন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেল দেশের শীর্ষ এই হাসপাতালটি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সোমবার ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।
আগুনের সূত্রপাত কীভাবে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে বড় কোনো ক্ষতিক্ষতি হয়নি।
এদিকে আগুন লাগার খবরে ওই ভবনে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে নিচে নেমে আসেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।