মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর) থেকেঃ
কাউনিয়া উপজেলা প্রশাসনের” উদ্যোগে গত সোমবার ঐতিহাসিক ৭ই মার্চ নানা কর্মসূচীর মধ্যে পালন করা হয়েছে।
ঐতিহাসিক দিবসে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোরুল ইসলাম মায়া,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান,এসময় জেলা আওয়ামী লীগের মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। চিত্রাংকন,বঙ্গবন্ধুর ভাষণ, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।