শনিবার , এপ্রিল ১৩ ২০২৪
Home / আন্তর্জাতিক / পুতিনের থেকে স্বাধীন ইউক্রেন দীর্ঘস্থায়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পুতিনের থেকে স্বাধীন ইউক্রেন দীর্ঘস্থায়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ভ্লাদিমির পুতিনের চেয়ে স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন বেশি দীর্ঘস্থায়ী হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লিংকেন এই মন্তব্য করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী  বলেন, স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্টের চেয়েও বেশি দিন টিকে থাকবে। সেটা এক উপায়ে অথবা অন্য উপায়ে।

সিএনএন’র উপস্থাপক ওলফ ব্লিটজারকে অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, যেভাবেই হোক পৃথিবীতে ইউক্রেন টিকে থাকবে এবং একপর্যায়ে পুতিন থাকবেন না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। হামলার আজ ২১ তম। তিন সপ্তাহ রুশ আক্রমণে ইউক্রেনের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনীর হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সরাসরি সেনা পাঠানো ব্যতীত অন্যভাবে সহযোগিতা করে যাচ্ছে। মঙ্গলবারও ইউক্রেনে প্রতিরক্ষা সামগ্রী পাঠিয়ে যুক্তরাষ্ট্র।

About admin

Check Also

বিমান হামলায় বিধ্বস্ত গাজার হাসপাতাল, নিহত ৫শ’র বেশি

বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজার হাসপাতাল। নিহত হয়েছে ৫শ’রও বেশি। এ হামলার ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ …

ইমরান খান ও স্ত্রী বুশরার দেশত্যাগে নিষেধাজ্ঞা

পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির ৮০ জনেরও বেশি নেতার দেশত্যাগে …

ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসুন: জাতিসংঘ মহাসচিব

ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *