বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
Home / সারা দেশ / চিলমারীতে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

চিলমারীতে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

এস এম মাহমুদুল হাসান সোহান চিলমারী, প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গ সংগঠনসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পূষ্পস্তবক অর্পণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, চিলমারী মডেল থানার ওসি তদন্ত প্রাণ কৃষ্ণ দেবনাথ, আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, দৈনিক সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সাধারণ সম্পাদক মামুন অর রশিদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার।
আলোচনা শেষে কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, কেক কাটা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বরে এসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।

About admin

Check Also

চিলমারীতে দীর্ঘদিন ধরে বেতন-ভাতার ইউনিয়ন পরিষদ অংশ পাচ্ছেন না গ্রামপুলিশরা

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কড়িগ্রামের চিলমারীতে প্রামপুলিশদের (দফাদার ও মহল্লাদার) বেতন-ভাতার ইউনিয়ন পরিষদের অংশ দীর্ঘদিন ধরে না পাওয়ার …

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে সামনে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ যাত্রী নিহত এবং আরও …

কুড়িগ্রামের চিলমারীতে শহীদি মার্চ পালন

এস, এম হামিম সরকার নিরব, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কুড়িগ্রামের চিলমারীতে শহীদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *