চিলমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপড়ে পড়েছে শত শত বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ ঝাড়। বুধবার রাতে হঠাৎ
কালবৈশাখী ঝড় শুরু হলে ঝড়ের দমকা হাওয়ায় উঠতি ইরি বোরো ধান মাটিতে নেতিয়ে
পড়ে। কাঁচা ও আধাপাকা ধান জমিতে নেতিয়ে যাওয়ায় ক্ষতির আশংকায় হতাশাগ্রস্থ
হয়ে পড়েছে উপজেলার কৃষকরা।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, কালবেশাখী ঝড়ের কারণে শত
শত গাছ-পালা ও বাঁশ ঝাড় উপড়ে পড়াসহ বেশ কিছু গাছের ডাল পালা ভেঙ্গে গেছে।
উপজেলার বেলের ভিটা এলাকার কৃষক আব্দুর রাজ্জাক জানান, তিনি ৩ বিঘা জমিতে
বোরো ধান লাগিয়েছেন। কিন্তু হটাৎ কালবৈশাখীর তা-বে বেশির ভাগ জমির ধান
ক্ষতিগ্রস্থ হয়েছে। একই এলাকার কৃষক আকবর আলী বলেন, ঝড়ে তারও ২ বিঘা জমির
ধান ক্ষতিগ্রস্থ হয়েছে।
কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৬ হাজার ৭’শ হেক্টও
জমিতে ইরি- বোরো চাষ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, ঝড়ে ১৫০
হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ছাড়াও ভুট্টা ২৫ হেক্টর
ক্ষতিগ্রস্থ হয়েছে।
চিলমারীতে বিএনপি’র ইফতার মাহফিল
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা থানাহাট ইউনিয়নের বালাবাড়ী হাট দ্বিমুখী
উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে
উপজেলা কৃষকদলের সভাপতি ওবাইদুল হক খাজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি
মাহমুদুল হাসান বাবু, থানাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি অশিম, উপজেলা
ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ সুমন সহ বিএনপি’র অঙ্গসংগঠনের সকল
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।