আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর) থেকেঃ
সঠিক পুষ্টিতে সুস্থ জীবন এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় গত বৃহস্পতিবার জাতীয় পুষ্টি সপ্তাহে ত্রাণ ও খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ত্রাণ ও খাদ্য প্যাকেজ বিতরণী অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াসমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শিউলি রিচিল প্রমূখ। গত ২৩ এপ্রিল শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়।