রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
Home / বিনোদন / ক্যাটরিনা ২ মাসের অন্তঃসত্ত্বা!

ক্যাটরিনা ২ মাসের অন্তঃসত্ত্বা!

দীর্ঘ প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তাদের বন্ধনে খুশিতে মেতে উঠেছিলেন ভক্তরাও। এ বার আরও এক ‘নতুন খবরে’ যার পর নাই উচ্ছ্বসিত অনুরাগীরা! সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা?

প্রেমে মশগুল দম্পতির নানা মুহূর্তের ছবি প্রতিনিয়ত আসতেই থাকছে নেট দুনিয়ায়। মাতৃদিবসে লন্ডনে ক্যাটরিনার মা সুজানের কাছে আশীর্বাদ নিয়ে এসেছেন দু’জনে। তারপর হঠাৎ দেখা যায় প্রিয় রেস্তরাঁয় খেতে উড়ে গিয়েছেন নিউ ইয়র্ক!

সেখানেও প্রেমঘন মুহূর্ত প্রকাশ্যে এসেছে দম্পতির। সম্প্রতি একটু বেশিই একত্রে ছুটি কাটাতে দেখা যাচ্ছে ‘ভিক্যাট’কে। সে নিয়েই দু’য়ে দু’য়ে চার করছে টিনসেল নগরী। কানাঘুষো শোনা যাচ্ছে, দু’মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। বাবা হতে চলেছেন ভিকি। সেই আনন্দেই কি ঘন ঘন উদ্‌যাপন?

শুধু তাই নয়, বেশ কয়েক জন প্রযোজক যাঁরা তাদের ছবির জন্য ক্যাটরিনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তারাও নাকি সময়সূচি বদলাচ্ছেন। বলিউড সূত্রে খবর, ‘মেরি ক্রিসমাস’-এর পর ক্যাটরিনার সব ছবির শ্যুটিং পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২৩ সালে।

তবে পরিবারে নতুন সদস্যের আগমনের বিষয়ে ভিকি এবং ক্যাটরিনা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই জানাননি।

About admin

Check Also

বাংলা চলচ্চিত্রের প্রথমবার শেখ ফরিদ পলক; ফাস্ট লুকেই বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: প্রকাশ পেয়েছে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলকের …

তানজিন তিশার অপেশাদার আচরণের প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

সাংবাদিকদের বিরুদ্ধে অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদে রাজপথে সমবেত হয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার …

প্রিন্ট হোম বিডি’র ব্রান্ড এম্বাসেডর হলেন শেখ ফরিদ পলক

আখিঁ আক্তারঃ গত কাল ২৪ মার্চ, ২০২৩ইং (শুক্রবার) রাজধানী মহাখালীতে প্রিন্ট হোম বিডি’র কার্যালয়ের সেমিনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *