আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর) থেকেঃ
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকসাহবাজ গ্রামে ফ্যানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশাদ মিয়া (১৬) নামে এক যুবক বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে মারাগেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহবাজ গ্রামের বাসিন্দা মোঃ খোরশেদ আলম ভুট্টোর পুত্র নিশাদ মিয়া (১৬) ভ্যাপসা গরম থেকে রক্ষা পেতে দুপুরে একটি স্ট্যান্ড ফ্যান বাড়ির আঙ্গিনায় চালু করতে গিয়ে অরক্ষিত তারের সংযোগ স্থানে অসাবধানতা বশতঃ হাত পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায়। ওসি মাসুমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে । এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।