স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী চাল, ডাল, তেল, চিনি, লবণ, মরিচ গুড়া ও মসলা নদী ভাঙন ও বানভাসি মানুষের মাঝে বিতরণ ও তাদের খোঁজ খবর নিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
মঙ্গলবার দুপুরে অষ্টমীর চর ইউনিয়নের খোদ্দ বাঁশপাতার এলাকায় নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রয়ন প্রকল্পে আশ্রয় নেয়া ১৫০ বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়।
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন প্যাকেজের ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা অব্যাহত আছে এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা চৌধুরী, নয়ারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।