রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
Home / সারা দেশ / চিলমারীতে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিলমারীতে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস এম মাহমুদুল হাসান সোহান চিলমারী, প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কেক কাটা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সম্পাদক মোঃ জামিনুল হক, মোঃ আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, রহিমুজ্জামান সুমন, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ। 
চিলমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপির ত্রাণ বিতরণ
হামিদা আক্তার হেনা, বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি তার নির্বাচনী এলাকার চরাঞ্চলের নদী ভাঙ্গনের স্বীকার অসহায় পরিবারের খোঁজ খবর নেন ও পানিবন্দি নয়ারহাট, অষ্টমীর চর ও চিলমারী ইউনিয়নের ৭৫০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫০০ এমএল সয়াবিন, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুশুর ডাল, ১ ডজন মোমবাতি, ১টি গ্যাস লাইট, ১ কেজি প্যাকেট লবনের প্যাকেজ ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, নয়ারহাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন, চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

About admin

Check Also

পালানোর সময় সীমান্তে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান (৩৫)কে গ্রেফতার করেছে …

এখনও ২ ফুট পানির নিচে অনেক এলাকার ঘরবাড়ি

বন্যাদুর্গত নোয়াখালীর ৮ উপজেলা ও ৭ পৌরসভায় পানি কমতে শুরু করলেও অনেক এলাকার ঘরবাড়ি এখনও …

কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আব্দুল কুদ্দুস বসুনিয়া, কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে মিথ্যা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *