রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
Home / স্বাস্থ্য / দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩১৯

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩১৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৯ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ১ হাজার ১৩৫ জন।

তবে কোভিড আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন, শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন।

বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩২ শতাংশ। এ দিন সুস্থ হয়েছেন ১২৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।

মৃত্যুবরণকারী ব্যক্তি নারী এবং তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ২১৮ টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৫৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

About admin

Check Also

হাটহাজারীতে বাস-অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে নিহত ২

তালহা চৌধুরী রুদ্র,নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাস-অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আরও …

কুড়িগ্রামে মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় ভারতীয় রাণী (৫২) নামের এক নারীর …

কুড়িগ্রামে নৌ পরিবহন প্রতি মন্ত্রীর উপহার কম্বল পেয়ে খুশি হতদরিদ্ররা

কুড়িগ্রাম প্রতিনিধি: নৌপরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উপহার কম্বল পেয়ে খুশি হতদরিদ্ররা। বুধবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *