বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
Home / সারা দেশ / বাসচাপায় প্রাণ গেলো ৫ জনের

বাসচাপায় প্রাণ গেলো ৫ জনের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় অটোরিকশাচালকসহ পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) রাত ১১টায় উপজেলার টিএনটি বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার আতিকুল ইসলাম (৩৫), মেহেদী (৩০), সিদ্দিকুর রহমান ও অটোরিকশাচালক নজরুল ইসলামসহ (৩৪), নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত জানান, চার যাত্রী রাতে কাজ শেষে চন্দ্রা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। উপজেলার মাহিষবাথান এলাকায় পৌঁছালে পেছন থেকে কেপি পরিবহনের একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুতগতির ইতিহাস পরিবহন সড়কে পড়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও তিন জনের মৃত্যু হয়। ইতিহাস পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

About admin

Check Also

চিলমারীতে দীর্ঘদিন ধরে বেতন-ভাতার ইউনিয়ন পরিষদ অংশ পাচ্ছেন না গ্রামপুলিশরা

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কড়িগ্রামের চিলমারীতে প্রামপুলিশদের (দফাদার ও মহল্লাদার) বেতন-ভাতার ইউনিয়ন পরিষদের অংশ দীর্ঘদিন ধরে না পাওয়ার …

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে সামনে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ যাত্রী নিহত এবং আরও …

কুড়িগ্রামের চিলমারীতে শহীদি মার্চ পালন

এস, এম হামিম সরকার নিরব, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কুড়িগ্রামের চিলমারীতে শহীদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *