মোঃ মহসীন খান হীরা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
গতকাল ৩১ আগস্ট সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পয়লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি মডেল কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে । এলাকার সর্বস্তরের জনগণ এই কেন্দ্র থেকে ২৪ ঘন্টা উন্নত মানের চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছেন সভায় থাকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম ।
পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন ও রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান । এ সময়ে বক্তব্য রাখেন সদস্য সচিব ডাক্তার মোঃ লুৎফর রহমান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পয়লা সভা শেষে গর্ভবতী মহিলাদের মাঝে চিকিৎসার বিভিন্ন ধরনের উন্নত মানের ঔষুধ সামগ্রী বিতরণ করা হয়। এ কেন্দ্র থেকে গর্ভবতী মহিলা ,শিশু, কিশোর ,বৃদ্ধ সকলকেই উন্নতমানের চিকিৎসা, স্বাস্থ্যসেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করা হয়েছে।