রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
Home / সারা দেশ / উলিপুরে ছয়ঘন্টার ব্যবধানে হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

উলিপুরে ছয়ঘন্টার ব্যবধানে হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

সুলতানা রাজিয়া, উলিপুর থেকেঃ

কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ কতৃক হত্যা মামলা রুজুর ০৬ ঘন্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। বাদীনি বিউটি খাতুন(৪০) গ্রাম- আক্কেল মাহমুদ মিয়াজী পাড়া ইউনিয়ন বেগমগঞ্জ থানা-উলিপুর জেলা- কুড়িগ্রাম আসামিদের বিরুদ্ধে এই মর্মে এজাহার করেন যে, আসামিদের সাথে জমিসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলতে থাকা অবস্থায় পূর্ব বিরোধের যের ধরে ১৯ সেপ্টম্বর ২০২২ আনুমানিক সকাল ০৮ ঘটিকায় বাদীনির স্বামী-আব্দুস সাত্তার (৫০) তাদের বসতবাড়ির আনুমানিক ৫০০ গজ দক্ষিণ পূর্বদিকে জনৈক কেবারত আলী এর বন্ধকী জমিতে ধানক্ষেত নিড়ানীর কাজ করা অবস্থায় এজাহার নামীয় আসামী এবং অজ্ঞাতনামা ৪-৫ জন আসামী পূর্ব শত্রুতার জের ধরে উক্ত স্থানে গিয়ে বাদিনীর স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন বাদীনির স্বামী প্রতিবাদ করলে মারপিট করতঃ গুরুতর যখম করলে বাদীনি তার স্বামীকে মুমূর্ষ অবস্থায় নৌকা যোগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল পৌঁছানোর চেষ্টা করলে পথিমধ্য ঐশ্বনীর ঘাটে এসে নৌকা পরিবহন মেশিন নষ্ট হওয়ায়রো রোগীকেঅ টোরিক্সা যোগে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসাধীন থাকা অবস্থায় অদ্য ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত্রি আনুমানিক ১২:৩০ মিনিটে মারা যায়।

পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা কর্তৃক মৃতের সুরতহালের রিপোর্ট প্রস্তুত ও ময়না তদন্তের ব্যবস্থা করেন। ঘটনার প্রেক্ষিতে উলিপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয় । উলিপুর থানা পুলিশ মামলা নেয়ার পর তাৎক্ষনিক অবস্থায় জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল, ঘটনাস্থল পরিদর্শন করে এবং উলিপুর থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মাত্র ৬ ঘন্টার মধ্যে ঘটনার মূল রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত ৪ আসামী ১,মো : দবির উদ্দিন (৬০) ২, আবু বক্কর ৩,আবু সামা (৪৫) ৪,লাভলী খাতুন(৪০) কে গ্রেফতার করে পুলিশ।

About admin

Check Also

পালানোর সময় সীমান্তে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান (৩৫)কে গ্রেফতার করেছে …

এখনও ২ ফুট পানির নিচে অনেক এলাকার ঘরবাড়ি

বন্যাদুর্গত নোয়াখালীর ৮ উপজেলা ও ৭ পৌরসভায় পানি কমতে শুরু করলেও অনেক এলাকার ঘরবাড়ি এখনও …

কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আব্দুল কুদ্দুস বসুনিয়া, কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে মিথ্যা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *