নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় পার্টির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে
কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আয়োজনে উলিপুর উপজেলা জাতীয় পার্টির সহযোগিতায় পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে উলিপুর উপজেলার দল দলিয়া ইউনিয়ন পরিষদের পাঁচ পাঁচবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির আহবাহক মোঃ আতিয়ার রহমান মুন্সির সভাপতিত্বে তার নিজ বাড়ির উঠানে এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ড, মেহে জেবুন্নেছা রহমান টুম্পা, প্রধান আলোচক, কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এম,পি, উলিপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন,থেতরাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, সাহেবের আলগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন প্রমুখ।