বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
Home / সম্পাদকীয় / কাউনিয়ায় নিখোঁজ মা ও শিশুর সন্ধান চায় পরিবার

কাউনিয়ায় নিখোঁজ মা ও শিশুর সন্ধান চায় পরিবার

বিশেষ প্রতিনিধিঃ

শিশু আবু মুসা (০৩)ও মা রেনুকা বেগম(৩৫) ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। গতকাল ধরে নিখোঁজ স্ত্রী ও সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার স্বামী ও রেনুকা বেগমের পরিবারের । সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির ও মাইকিং এর পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিশু আবু মুসা ও মা রেনুকা বেগম উপজেলার শহীদবাগ ইউনিয়নের ব্রেন্টের বাজার এলাকার ইউনুস আলীর স্ত্রী ও ছেলে।

রেনুকার পরিবার জানায় রেনুকা বেগম বেশকিছুদিন থেকে মানসিক ভাবে অসুস্থ। গতকাল ০৭ অক্টোবর রেনুকা বেগমের স্বামী ইউনুস আলী কৃষি কাজের জন্য বাহিরে গেলে রেনুকা বেগম তার ভাইয়ের স্ত্রী কে বলে সকাল ১০টায় তার কোলের বাচ্ছা আবু মুসা(০৩) সহ ওষুধ আনার জন্য তার বাড়ি থেকে কাউনিয়া বাজারের উদ্দেশ্যে বের হলে আর ফিরে আসেনি সে।

পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করে করেও তার কোনো সন্ধান পাননি।
রেনুকা বেগমের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, পড়নে ছিলো প্রিন্টের কাপড়। কেউ রেনুকা বেগম ও শিশু আবু মুসার সন্ধান পেলে ০১৭৬০-৫৯৬৫৬২ এই নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।

About admin

Check Also

উত্তরবঙ্গের প্রাচীনতম পত্রিকা দৈনিক উত্তরা ও আমাদের প্রিয় মানুষ অধ্যাপক মুহাম্মদ মহসীন 

আবু নাসের সিদ্দিক তুহিন  উত্তরবঙ্গের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক উত্তরার সম্পাদকের ইন্তেকালের মাধ্যমে একটি সংবাদপত্র জগতের  …

,

,,,

উবানের ভাষায় তোফায়েল আহমেদ জন্মগতভাবেই অকৃত্রিম

  সোহেল সানিঃ   “তোফায়েল আহমেদ। তাঁর কারিশমা হচ্ছে, জন্মগতভাবে তিনি অকৃত্রিম এবং রাজনৈতিক কাজে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *