আলমগীর হোসাইন
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় কুড়িগ্রামের জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও ৬৯ টিভির চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন।
তিনি বলেন, জেলা প্রশাসকের সাফল্যে আনন্দিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কুড়িগ্রাম জেলা শাখা। কুড়িগ্রামের জেলা প্রশাসক সাংবাদিক দের ভালোবাসা ও প্রত্যাশার একটি জায়গা। জেলায় যে সকল, উন্নয়ন শীর্ষক প্রতিবেদন করে থাকি তার বিনিময়ে ধন্যবাদ টুকুও আমরা মফস্বলের সংবাদকর্মীরা নিতে চাইনা। কারন আমাদের অবহেলিত কুড়িগ্রাম জেলার জন্য যে সকল কর্মকর্তা গন রুটিন ওয়ার্কের বাইরেও এলাকার ও দারিদ্র্যপীড়িত মানুষদের উন্নয়ন ও সহযোগিতায় কাজ করে থাকেন, তাদের সে কাজগুলোর স্মীকৃতি এবং উৎসাহ যোগাতে কলমের লেখনি দারা জনগন তথা রাষ্ট্রের মালিক দের কাছে উপস্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান কুড়িগ্রাম জেলা প্রশাসক, মোহাম্মদ রেজাউল করিম সে দিক থেকে জেলার শীর্ষ কর্মকর্তা হিসেবে সম্মানের শীর্ষে।
তার মতে, মোহাম্মদ রেজাউল করিম শুদ্ধাচার পুরস্কার অর্জনের পর তার কাজের দক্ষতা, প্রশাসনিক নেতৃত্ব, বিচক্ষনতা ও কাজের ধারাবাহিক সফলতায় পুরস্কৃত হয়েছেন।
১২ অক্টোবর বুধবার স্থানীয় সরকার বিভাগ ইউপি-২ শাখার উপসচিব মোঃ আকবর আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস – ২০২২ উপলক্ষে আগামী ১৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার মধ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্মীকৃতিস্বরুপ জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দিয়ে কর্মকর্তাদের সম্মানিত করা হবে। সারাদেশের কার্যক্রম মুল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৯ টি জেলার মধ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম অন্যতম। আগামী ১৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রেষ্ঠ জেলা প্রশাসক গনকে একটি করে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হবে।
সাংবাদিক এই নেতা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু জীবন ও পেশাদারীত্বে উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।