রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
Home / সারা দেশ / উলিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

উলিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,

কুড়িগ্রামের উলিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা নারিকেল বাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমৃদ্ধির যাত্রায় বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ সম্প্রদায়িক সম্প্রীতি, গুজব, দেশ বিরোধী অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহাররোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রিপা সর্দার, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোঃ শাহ জাহান আলীর সঞ্চালনায় উপজেলার একটি পৌরসভা ও তেরোটি ইউনিয়নের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক
নারী পুরুষ সমাবেশে অংশগ্রহণ করেন। এ-সময় উলিপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

About admin

Check Also

পালানোর সময় সীমান্তে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান (৩৫)কে গ্রেফতার করেছে …

এখনও ২ ফুট পানির নিচে অনেক এলাকার ঘরবাড়ি

বন্যাদুর্গত নোয়াখালীর ৮ উপজেলা ও ৭ পৌরসভায় পানি কমতে শুরু করলেও অনেক এলাকার ঘরবাড়ি এখনও …

কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আব্দুল কুদ্দুস বসুনিয়া, কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে মিথ্যা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *