মঙ্গলবার , মার্চ ১৯ ২০২৪
Home / সারা দেশ / চিলমারীতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

চিলমারীতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

চিলমারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর দুইটায় উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ সভাকক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“সমৃদ্ধির অগ্র যাত্রায় বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ,কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ সহ সম্প্রদায়িক সম্প্রীতি, গুজব, দেশ বিরোধী অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহাররোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোঃ শাহ জাহান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, চিলমারী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক যুগের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, জনপ্রিয় আইপি টিভি ৬৯ এর চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন প্রমুখ।

উপজেলার প্রায় তিন শতাধিক মহিলা, পুরুষ, শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এ সমাবেশে অংশগ্রহণ করেন।

About admin

Check Also

কাউনিয়ায় ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর মাঝে ২লাখ ৭৫ হাজার টাকা অনুদান প্রদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ৩০জন …

কাউনিয়ায় ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস পালন

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি  কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা …

উলিপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ১

কুড়িগ্রাম প্রতিনিধি, কুড়িগ্রামের উলিপুর উপজেলার খামার বজরা গ্রামে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে ১ সন্তানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *