শনিবার , এপ্রিল ১৩ ২০২৪
Home / রাজনীতি / ৭ সংসদ সদস্য পদত্যাগ করলে সংসদ অচল হবে না: কাদের

৭ সংসদ সদস্য পদত্যাগ করলে সংসদ অচল হবে না: কাদের

বিএনপি দলীয় ৭ সংসদ সদস্য পদত্যাগ করলে সংসদ অচল হবে না, বরং এই ভুল সিদ্ধান্তের জন্য এ দলকে ভুগতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এসময় ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি ভুল রাজনীতির পথে হাঁটছে। তারা অগণতান্ত্রিক পথে গণতন্ত্র উদ্ধারের নামে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে।   ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে পিকনিক পার্টি শুরু করেছে। বিভিন্ন জেলার সমাবেশেও তারা এই কাজ করেছে। কোথা থেকে আসে টাকা? কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি কতো টাকা দিয়েছে, সে খবর আমরা জানি। টাকা দিয়ে পিকনিক করাচ্ছে বিএনপিকে দিয়ে।’

এদিকে, বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘১০ ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ার লজ্জায় পদত্যাগ করেছেন বিএনপির এমপিরা।’

About admin

Check Also

রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

রেখা মনি, রংপুর ব্যুরোঃ রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ সহযোগি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক …

মনোনয়ন ফিরে পেতে ইসিতে ডলি সায়ন্তনী

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। …

বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *