চিলমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা এগারোটায় উপজেলা পরিষদ বিজয় মঞ্চ চত্বরে দুদিন ব্যাপি এ মেলার মেলার উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা মৎস অফিসার মোঃ নুরুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজুর রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আব্দুল হালিম, সহকারী অধ্যাপক গোলাম মাহবুব প্রমুখ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, যাতে করে শিক্ষার্থীরা প্রযুক্তির যথাযথ ব্যবহার করে আবিষ্কারের উপর গুরুত্ব দিয়ে দেশের অগ্রগতি উন্নয়নে অবদান রাখতে পারে। এবারের প্রতিপাদ্য বিষয় সৌর বিদ্যুতের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সোলার সিস্টেম কাজে লাগিয়ে শিক্ষার্থীরা যাতে করে নতুন নতুন উদ্ভাবন করতে পারেন এজন্য গুরুত্ব দেয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানের যথাযথ ব্যবহার করে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য আহব্বান জানান। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।