কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে টানা ১ যুগ থেকে শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হলেন এমপি পনির উদ্দিন আহমেদ।
জেলা ভিত্তিক সর্বোচ্চ দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮ বিধান অনুযায়ী ২০২১-২২ করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল রংপুর কর্তৃপক্ষ কুড়িগ্রাম জেলার সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে ২৮ ডিসেম্বর রংপুর আরডিআরএস বেগম রোকেয়া অডিটরিয়ামে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম-২ আসনের এমপি শিল্পপতি পনির উদ্দিন আহমেদকে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন। তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন হাফেজ আবু সুফিয়ান পাভেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, রংপুর অঞ্চলের কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু প্রমুখ।
উল্লেখ্য,, কুড়িগ্রাম-২ আসনের এমপি শিল্পপতি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ
টানা ১ যুগ ধরে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়ে আসছেন।
এ ব্যাপারে কথা হলে এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, উন্নয়নের অক্সিজেন হচ্ছে ভ্যাট এবং আয়কর। তাই আসুন অবহেলিত কুড়িগ্রামকে এগিয়ে নিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আয়কর ও ভ্যাট প্রদান করি।