
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে উপজেলা জাতীয় পার্টির অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা জাতীয় পার্টির অফিস উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন মাষ্টার,সোনাহাট ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার,জয়মনিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ কাজিমউদ্দিন প্রমুখ। বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে জয়যুক্ত করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আহবান জানান। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয় পার্টির প্রায় দেড় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।