
আলমগীর হোসাইন, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরাতবকপুর মৌজায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খামারবাড়ি কুড়িগ্রামের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা কৃষি
অফিসার প্রণয় বিশান দাস, খামারবাড়ি কুড়িগ্রামের প্রকৌশলী মোঃ সদরুল আমিন প্রমুখ।
চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বজরাতবকপুর মৌজায় ৫০ একর জমিতে বোরো ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নুর আলম।