
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস্ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস্ কর্তৃপক্ষ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা এবং মতবিনিময়সভার আয়োজন করে ।
সকাল ১০ টার দিকে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ওপারে ভারতের চ্যাংরাবান্ধা শুল্ক স্টেশনের
কর্মকর্তা, উভয় সীমান্তে দায়িত্বরত সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি-বিএসএফ) সদস্য, উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তাদেরকে মিষ্টি, কেক উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস্ কর্তৃপক্ষ। উভয় শুল্ক স্টেশনের শূণ্য রেখায় (জিরো পয়েন্টে) ভারতের চ্যাংরাবান্ধা স্থল শুল্ক কাস্টমস্ স্টেশনের সুপারিনটেনডেন্ট সোসেন দাস, কাস্টমস্ ইন্সপেক্টর নবিন আওলাদ,কাস্টমস্ ইন্সপেক্টর ঋষিকেশ, কাস্টমস ইন্সপেক্টর লক্ষণ সিং মিনা, চ্যাংরাবান্ধা
বিএসএফ ক্যাম্পের উপ-কমান্ডার হারদেয়াল ও অভিবাসন পুলিশ চৌকির (ইমিগ্রেশন) কর্মকর্তা সমির তামাং এবং বাংলাদেশের বুড়িমারী বুড়িমারী স্থল শুল্ক কাস্টমস্ স্টেশনের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা
বিজন কুমার তালুকদার, কাজী রকিবুল হাসান, বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক মাহাবুব হাসান, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান, অভিবাসন পুলিশ চৌকির (ইমিগ্রেশন) কর্মকর্তা মুর হাসান কবির, বুড়িমারী বিজিবি কোম্পানির নায়েব হেলাল উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমসের উপ-
কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে কাস্টমস্, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।