ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির আয়োজনে বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা মাঠে সারাদিন ব্যাপী এই আয়োজনে কেরাত, হামদ-নাত, ইসলামী সংগীত সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আল হেরা ইসলামী একাডেমির সকল ছাত্র-ছাত্রী, অবিভাবক ও সূধীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আলতাফ হোসেন। অন্যান্যদের মাঝে
ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক আজিজুল রহমান সরকার, ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক ও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মাহবুবুল আলম। অভিভাবক সদস্য সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম শাহিন, ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংকের কর্মকর্তা শরিফ উদ্দিন ও আমিনুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।