কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তের অর্থায়নে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৪ জন দুরারোগ্য ব্যাধি ক্যান্সার,কিডনি, হেপাটাইটিসবি,জন্মগত হৃদরোগ ও প্যারালাইসিস সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেক কে ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।
টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে শুক্রবার সকালে ১৪ জন মরন ব্যাধি ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেকের মধ্যে ৫০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার( চলতি দায়িত্ব) মনোনীতা দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, এসময় উপস্থিত ছিলেন উপজেল কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন,উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সিঞ্চিতা রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার,ওসি মোন্তাছের বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার, শহীদ বাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান বালা পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মোঃ আনছার আলী প্রমূখ।
২০২২-২০২৩ অর্থ বছরে সমাজ সেবা অধিদপ্তরের এ অনুদান ১৪ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা হিসেবে ৫০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়েছে।