বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
Home / সারা দেশ / কাউনিয়ায় বাঁশের তৈরী মাছ ধরা ডারকি- চাঁইয়ের কদর বেড়েছে বর্ষা মৌসুমের আগমনে

কাউনিয়ায় বাঁশের তৈরী মাছ ধরা ডারকি- চাঁইয়ের কদর বেড়েছে বর্ষা মৌসুমের আগমনে

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

কাউনিয়া উপজেলায় ২টি নদী ও বহু খাল-বিল, ডোবা-নালা, দোলা থাকায় বর্ষা মৌসুমে দেশী মাছ ধরার জন্য বাঁশের তৈরী মাছ ধরা চাঁইয়ের কদর বেড়ে যায়। আর এ সময়টিতে এ শিল্পের সাথে জড়িত যারা তাদের অতিরিক্ত আয়ও বাড়ে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখাগেছে হাটবাজার গুলোতে মাছ ধরার ডারকি( চাঁই) প্রচুর পরিমানে উঠেছে। ক্রেতাও বেশ ভাল। বর্ষার নতুন পানিতে ও নদীতে মাছ ধরার জন্য চাঁইএর বেশ কদর রয়েছে। বর্ষায় খাল বিলে দেশী মাছের প্রাচুর্য লক্ষ্য করা যায়। গ্রামের মৎস্য শিকারীরা দেশীয় সুস্বাদু মাছ ধরার জন্য পানিতে পাতে নানা রকমের ফাঁদ। আর মাছ ধরার ফাঁদ হিসেবে বাঁশের তৈরী ডারকি( চাঁইয়ের) জুড়ি নেই। বর্ষা মৌসুমে বাঁশের তৈরী নানা উপকরনের মধ্যে মাছ ধরার চাঁইএর ব্যাপক চাহিদা বেড়ে যায়। বন্যা হলে দেশী মাছ খাল-বিল, ডোবা-নালায় প্রচুর পাওয়া যায়। এর ফলে গ্রামের মানুষের মাছ ধরার আগ্রহ বাড়ে এবং ডারকি বা চাঁই ক্রয় করে। চাঁই তৈরীর কারিগর রফিকুল জানায় সারাবছরে এর তেমন চাহিদা থাকেনা, বর্ষা মৌসুমে এর খুব চাহিদা বাড়ে বিশেষ করে যে বছর বন্যা হয়। চলতি মৌসুমে সে সবচেয়ে বেশী ডারকি বা চাঁই তৈরী করেছে। সে আর জানায় বাঁশ শিল্পের সাথে যারা জরিত তাদের সরকারী ভাবে পৃষ্টপোষকতা করা প্রয়োজন, তা নাহলে গ্রাম বাংলার এ শিল্প একদিন হারিয়ে যাবে। চলতি বছর চাহিদা থাকায় উপজেলার বৃহৎ হাট খানসামা ও তকিপল হাটে প্রচুর পরিমান মাছ ধরার ডারকি বা চাঁই উঠেছে। ডারকি, চাঁইএর কদর বাড়ায় ব্যবসায়ীরা বেশ খুশি। কাউনিয়ায় সত্যবাবু মৎস্য ভান্ডারের মালিক সত্য চন্দ্র দাস জানায় বাজারে ডারকি, চাঁইএর মাছের ব্যাপক চাহিদা। চাঁইএর মাছ সাধারণত সাত মিশালী হয়ে থাকে। তাই এ মাছ বিক্রয় করতে বেশী সময় লাগে না এবং লাভও ভাল হয়।

About admin

Check Also

চিলমারীতে দীর্ঘদিন ধরে বেতন-ভাতার ইউনিয়ন পরিষদ অংশ পাচ্ছেন না গ্রামপুলিশরা

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কড়িগ্রামের চিলমারীতে প্রামপুলিশদের (দফাদার ও মহল্লাদার) বেতন-ভাতার ইউনিয়ন পরিষদের অংশ দীর্ঘদিন ধরে না পাওয়ার …

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে সামনে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ যাত্রী নিহত এবং আরও …

কুড়িগ্রামের চিলমারীতে শহীদি মার্চ পালন

এস, এম হামিম সরকার নিরব, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কুড়িগ্রামের চিলমারীতে শহীদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *