রেখা মনি, বিশেষ প্রতিনিধি,রংপুরঃ
রংপুরের মাহিগন্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মুখে পানির পাইপ ঢুকিয়ে নৃশংস ভাবে হত্যা মামলার প্রধান দুই আসামীকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র্যাব -১৩।
র্যাব ১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান। প্রথম বিয়ের কথা গোপন করে নিহত জোসনা বেগমকে বিয়ে করে মামলার প্রধান আসামী আইনুল হক আয়ান।এরপর প্রায় প্রতিনিয়ত ভুক্তভোগীকে মারধোর করে সে। ঘটনার দিন গত ১৯ মে জোসনা বেগম বাজার খরচের টাকা চাইলে আয়ান তার প্রথম স্ত্রী হাসিনা বেগমের সাথে মিলে তাকে নির্যাতন করে।পরে তার মুখে পানির পাইপ ঢুকিয়ে পাম্প চালিয়ে দেন। পরে তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
র্যাব আরো জানায়,এঘটনায় র্যাব-১৩ এবং র্যাব -১১ যৌথ অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী গাজীপুরা এলাকা থেকে আইনুল হক ও হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
আইনুল হক রংপুরের মাহিগন্জ বীরভদ্র বালাটারী গ্রামের হোসেন আলীর ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞেস্যাবাদে নিহত জোসনা বেগমকে মুখে পাইপ দিয়ে পাম্প চালুর মাধ্যমে হত্যার কথা স্বীকার করেছে ওই দুই আসামী।