আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া(রংপুর)থেকেঃ
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বুধবার দুপুরে কাউনিয়া উপজেলা কুর্শা ইউনিয়নের নলঝুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে ভারত বাংলাদেশ মৈত্রী নিগমানন্দ বহুমূখী সেবা প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসম তার ব্যক্তিগত সহকারী সুব্রত রায় সহ ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সাথে ছিলেন।
ভারত বাংলাদেশ মৈত্রী নিগমানন্দ বহুমূখী সেবা প্রকল্পের সভাপতি মৃণাল কান্তি রায় বলেন তিনি বুধবার দুপুরে এসে নিগমানন্দ বহুমূখী সেবা কমপ্লেক্সের উন্নয়ন প্রকল্পের কাজ ঘুরে ঘুরে দেখে দিক নিদের্শনা প্রদান করেন। পরে তিনি মাহিগঞ্জ ভিসা অফিস ও তাজহাট ডিমলা কালি মন্দির পরিদর্শন করেন।