চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
যমুনা গ্রুপের চেয়ারম্যান,দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা সফল স্বপ্ন সারথি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার সকালে থানাহাট বাইতুল হক নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সকাল ৮টা থেকে হাফেজ ছাত্ররা কুরআন খতম করে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল হক জামে মসজিদের ইমাম মো. শাহাজাহান আলী সবুজ।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের সময় উপস্থি ছিলেন,উপজেলা স্বজন সমাবেশের সভাপতি সহ-অধ্যাপক মো.আব্দুর রহমান রতন,যুগান্তর পত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি সহ-অধ্যাপক গোলাম মাহবুব, সাংবাদিক আ.রহিম দুলাল, প্রেসক্লাব চিলমারীর সাধারন সম্পাদক ছাবেদ আলী মন্ডল,চ্যানেল ৬৯ এর চেয়ারম্যান আলমগীর হোসাইন,চিলমারী সরকারী কলেজের ইংরেজী প্রভাষক জিয়াউর রহমান জিয়া, প্রভাষক আবু রায়হান,মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল,খোলা কাগজ প্রতিনিধি আ.লতিফ মেহেদী,বাইতুল হক হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো.আবু তাহের,শিক্ষক হাফেজ মো.ইয়ামিন,হাফেজ মো.সিরাজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল ইসলাম সাজু প্রমুখ।
উল্লেখ্য,২০২০ সালের ১৩ জুলাই দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপসহ ৪১টির অধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
Home / সারা দেশ / মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিলমারীতে কুরআন খতম ও দোয়া মাহফিল
Check Also
পালানোর সময় সীমান্তে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান (৩৫)কে গ্রেফতার করেছে …
এখনও ২ ফুট পানির নিচে অনেক এলাকার ঘরবাড়ি
বন্যাদুর্গত নোয়াখালীর ৮ উপজেলা ও ৭ পৌরসভায় পানি কমতে শুরু করলেও অনেক এলাকার ঘরবাড়ি এখনও …
কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আব্দুল কুদ্দুস বসুনিয়া, কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে মিথ্যা, …