আলমগীর হোসাইন,
“ধর্মীয় রাস্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাস্ট্র চাই, ধর্ম যারযার রাস্ট্র সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চিলমারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে কমল কৃষ্ণ রায় এর সভাপতিত্ব ও সুজন মালাকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এস,এম ছানালাল বকসী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণধর বর্মা, শ্রী নৃপেন্দ্র নাথ অধিকারী,অপু সরকার,নারু গোপাল, তারকেশ্বর সাহা,কাঞ্চন কুমার প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাবেক কমিটি বিলুপ্ত করে দিয়ে বীর মুক্তিযোদ্ধা কর্ণধর বর্মাকে সভাপতি ও ডাক্তার সলিল কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্য বলেন, সংখ্যালঘুদের সবাই শুধু ব্যবহার করে আর অধিকারের বেলায় বৈষম্য। আর নয় বৈষম্য সংখ্যালঘুদের অধিকার আদায় সংগঠনটি বদ্ধপরিকর।