আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি, রংপুরঃ
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী তীরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। শিল্প কলকারখানা, নদী বন্দর গড়ে ওঠবে। আমরা চাই তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বছর আগে জিলা স্কুল মাঠে কথা দিয়ে ছিলেন রংপুরের উন্নয়নের দায়িত্ব তার তিনি সে কথা রেখেছেন রংপুরের অনেক উন্নয়ন করেছেন আমরা আরো উন্নয়ন চাই, শিল্প কলকারখানা চাই, গ্যাস সংযোগ চাই, সৈয়দপুর বিমান বন্দর আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে চাই । আমরা সকল নেতা কর্মী জিলা স্কুল মাঠে মহাসমাবেশে উপস্থিত হয়ে আরো উন্নয়নের দাবী জানাবো। নারীদের বিধবা ভাতা,মাতৃত্ব কালীন ভাতা চালু করেছে এ সরকার তাই রংপুরের মহাসমাবেশে নারীদের সরব উপস্থিতি দেখতে চাই। তিনি আরো বলেন কাউনিয়া-পীরগাছা এলাকার নেতা কর্মী দিয়ে জিলা স্কুল মাঠ ভরে যাবে বলে আশা করছি। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি রবিবার বিকাল সাড়ে পাঁচটায় আগামী ২ আগষ্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমন উপলক্ষে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এ হান্নান, এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আবদুল হাকিম,হারাগাছ পৌর সভার সাবেক মেয়র মুহাঃ হাকিবুর রহমান,রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী,আ’লীগ নেতা মেনাজ উদ্দিন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী ২ আগষ্টের মহা সমাবেশকে সফল করতে ব্যাপক উপস্থিতির মাধ্যমে সাফল্যমন্ডিত করার আহবান জানানো হয়।