চিলমারী প্রতিনিধি,
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক, শরিফের হাট মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান প্রমুখ।
সভায় শিক্ষক নেতারা বলেন, আমরা বেসরকারি শিক্ষকরা দেশের ৯৫ ভাগ শিক্ষার্থীর শিক্ষা দান করি অথচ আমাদের ন্যায্য দাবি চাকরি জাতীয়করণ থেকে আমরা বঞ্চিত।
তারা আরও বলেন, অবিলম্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি জাতীয়করণকে ত্বরান্বিত করার লক্ষ্যে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূর করতে হবে। শিক্ষক নেতারা অবসরগ্রহণের ছয় মাসের মধ্যে তাদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা দ্রুত দেওয়ার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে সকলের মৌখিক প্রস্তাবে পুনরায় থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলীকে সভাপতি ও ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।