চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, ফ্রেন্ডশিপের ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে ফ্রেন্ডশিপের ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের উদ্যোগে ভলান্টিয়ার নিয়ে একটি সাইকেল র্যালি বের করা হয়।