চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আজ (১৭ অক্টোবর) চিলমারী রেইড দিবস উপলক্ষে কোম্পানি কমাণ্ডার আবুল কাশেম চাঁদ ও উপজেলা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান সরকার বিতর্ক উৎসব উদ্বোধন হয়। বিতর্ক উৎসবটি দুই মাসব্যাপি চলবে। শেষ হবে ১৭ ডিসেম্বর।
প্রথমে বালাবাড়িহাট দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ অতিথিদের সাথে র্যালি করে ‘সম্মুখ সমরের ভাস্কর্যে’ পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিতর্ক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন এস এম আব্রাহাম লিঙ্কন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন। এতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদ কোম্পানির ডেপুটি কমাণ্ডার রবিউস সামাদ সরকার ও উপজেলা কমাণ্ডার আব্দুল মান্নান সরকার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জামিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিতর্ক উৎসবের আহ্বায়ক ও কলামিস্ট নাহিদ হাসান।
দুই মাসব্যাপী বিতর্ক উৎসবের প্রথম পর্বে উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় চারটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে। বিজয়ী দলগুলো দ্বিতীয় পর্বে প্রতিযোগিতায় নামবে।