১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও গৌরবময় বিজয় মাসের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবছরও পহেলা ডিসেম্বর বিজয় মাসের প্রথম প্রহরে সুন্দরবনে বিজয় শোভাযাত্রা করবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ। এবছর ৭ম বারের মত সংগঠনটির ঢাকাসহ শাখাসমুহের সদস্যদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজক সংস্থা বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে ৭১’র বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো, জাতীয় সংগীত চর্চা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সংগঠনটি বিগত ৬বছর ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় চলতিবছর এশিয়া মহাদেশের প্রাকৃতিক দশর্শনীয় স্থান মনগ্রোভ আয়োজনটি সম্পন্ন করা হবে।
এ আয়োজনে গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সুশীল সমাজ নেতৃবৃন্দসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে।
ইতিমধ্যে সংগঠনের শাখাসমুহের নেতৃবৃন্দকে দিবসটিতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে আহবান করা হয়েছে। সাংবাদিকদের পারিবারিক অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক প্রশিক্ষণ, সনদ বিতরণ,আলোচনা সভা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানটি মিলনমেলায় পরিনত হবে।
সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, প্রাকৃতিক সৃষ্টির অপরুপ লীলাময় খ্যাত সুন্দরবনকে বিশ্বের কাছে তুলে ধরতে এবছর আয়োজনটি সুন্দরবনে করা হচ্ছে। প্রতিবছর আমরা সদস্যদের নতুন নতুন স্থানের সাথে পরিচয় করাতে চাই। ২০১৭ সাল থেকে বিএমএসএফ’র পক্ষ থেকে আমরা কুয়াকাটা, কক্সবাজারসহ দর্শনীয় স্থানগুলোতে বিজয় শোভাযাত্রা সম্পন্ন করেছি। একবছর সংগঠনের সকল পর্যায়ের সদস্য,শুভাকাঙ্ক্ষীদের সুন্দরবনে আামন্ত্রণ জানানো হচ্ছে। যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অনলাইনে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।