আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি
কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে দরিদ্র এতিম, বিধবা শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার সারাই,হারাগাছ, কুর্শা,শহীদবাগ,বালাপাড়া এবং টেপামধুপুর ইউনিয়নের ৫৩৫ টি দরিদ্র শীতার্ত পরিবার কে ২টি কম্বল,২টি চাদর এবং ১টি হুডি বিতরণ করা হয়েছে। কাউনিয়া মহিলা স্বাবলম্বন সমবায় সমিতি লিমিডেট এর অফিস চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী দরিদ্র অসহায় মানুষের হাতে শীতবস্ত্রের প্যাকেজটি তুলে দেন। ইউপি চেয়ারম্যান বলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রতি বছরে অসহায় দুঃস্থ এবং এতিম পরিবারের জন্য কোরবানী ও রমজান কর্মসূচী,এবং শীতবস্ত্র করে বিতরণ করে থাকে। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম জীবন ও মাহমুদ আব্দুল মোহসিও প্রমূখ।