তালহা চৌধুরী রুদ্র, নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে ভূজপুর থানা পুলিশের অভিযানে বিদেশী অস্ত্র ও গুলিসহ ২ জন আটক হয়েছে। আটককৃতরা হলো—ফেনীর ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের মৃত আব্দুর রবের ছেলে আলমগীর হোসেন (৩৩) ও একই এলাকার ওবায়দুল হকের ছেলে কামরুল (২৭)।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ভূজপুর থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, ২০ শে ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে দাঁতমারা ইউপির রামগড়-বারৈয়ারহাট মহাসড়ক হেঁয়াকোবাজারে জনতা স্টোরের সামনে রাস্তার উপর থেকে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও একটি সিলভার রংয়ের মাইক্রোবাসসহ তাদের আটক করে পুলিশ।
তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধার ও আটকের বিষয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।