নিজস্ব প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের উপহার পেয়েছেন ব্রহ্মপুত্রপাড়ের শতাধিক শীতার্ত মানুষজন। বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) বিকেলে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।
জেলা পুলিশের আয়োজনে জিসকা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের সহযোগিতায় থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকার ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চলে এসব কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। সবাইকে মাদক, জুয়া, বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশকে তথ্য ও সামাজিক সচেতনতা সৃষ্টির আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক, এসআই মমিনুল ইসলাম প্রমুখ।