বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
Home / কৃষি / কাউনিয়ায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষক প্রশিক্ষণ

কাউনিয়ায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষক প্রশিক্ষণ

আব্দুল কুদ্দুছ বসুনিয়া বিশেষ প্রতিনিধি কাউনিয়া(রংপুর)থেকে:

রংপুরের কাউনিয়ায় ফলন বৃদ্ধিতে রোগ বালাই রোধ এবং আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩০ জানুয়ারি) সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্ট্রিটিউটের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারভীনের সভাপতিত্বে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের কলাকৌশল বিষয়ের উপর বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্ট্রিটিউট রংপুর অঞ্চলের পিএসও রকিবুল হাসান, এসএমও ড: আনোয়ারা আক্তার ও সেলিমা জাহান।
পিএসও রকিবুল হাসান বলেন, যুগের সঙ্গে তাল মেলাতে প্রাচীন কৃষি পদ্ধতি এখন মোটেও যথেষ্ট নয়। এমনকি আগেও যেভাবে ফসল ফলানো যেত বা যে ধরনের বীজ, সার, কলাকৌশল ব্যবহার করা যেত, বর্তমানে বিশ্বজুড়ে চাষাবাদে সেসব কৌশল ও চাষ পদ্ধতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। ফসল উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন নির্ভর করে আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চারা রোপন, সার ব্যবহার এবং রোগ বালাই রোধে আধুনিক কলাকৌশলের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে টেকসই কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকের দৈনন্দিন জীবন ব্যবস্থার উন্নয়নে আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বাংলাদেশ ধান গবেষণা ইনস্ট্রিটিউট কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা অংশ গ্রহণ করেন।

About admin

Check Also

চিলমারীতে দীর্ঘদিন ধরে বেতন-ভাতার ইউনিয়ন পরিষদ অংশ পাচ্ছেন না গ্রামপুলিশরা

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কড়িগ্রামের চিলমারীতে প্রামপুলিশদের (দফাদার ও মহল্লাদার) বেতন-ভাতার ইউনিয়ন পরিষদের অংশ দীর্ঘদিন ধরে না পাওয়ার …

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে সামনে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ যাত্রী নিহত এবং আরও …

কুড়িগ্রামের চিলমারীতে শহীদি মার্চ পালন

এস, এম হামিম সরকার নিরব, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কুড়িগ্রামের চিলমারীতে শহীদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *