শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
Home / সারা দেশ / কাউনিয়ায় ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর মাঝে ২লাখ ৭৫ হাজার টাকা অনুদান প্রদান

কাউনিয়ায় ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর মাঝে ২লাখ ৭৫ হাজার টাকা অনুদান প্রদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ৩০জন শিক্ষক কর্মচারীর মাঝে বৃহস্পতিবার এককালীন অনুদান প্রদান করা হয়।
এককালীন অনুদান প্রদান উপলক্ষে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুহাঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী সরকার, মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফাকের সরকার প্রমূখ।
আলোচনা শেষে নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার কে ক্রেস্ট এবং ৩০জন অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীর মাঝে ২ লাখ ৭৫ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করা হয়।

About admin

Check Also

পালানোর সময় সীমান্তে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান (৩৫)কে গ্রেফতার করেছে …

এখনও ২ ফুট পানির নিচে অনেক এলাকার ঘরবাড়ি

বন্যাদুর্গত নোয়াখালীর ৮ উপজেলা ও ৭ পৌরসভায় পানি কমতে শুরু করলেও অনেক এলাকার ঘরবাড়ি এখনও …

কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আব্দুল কুদ্দুস বসুনিয়া, কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে মিথ্যা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *